|
প্রিন্টের সময়কালঃ ২৮ ডিসেম্বর ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ ডিসেম্বর ২০২৫ ১২:০৩ অপরাহ্ণ

ফতুল্লা থানার নবাগত ওসির সঙ্গে বিট পুলিশিং সভাপতি আলহাজ্ব তৈয়বুর রহমানের মতবিনিময়


ফতুল্লা থানার নবাগত ওসির সঙ্গে বিট পুলিশিং সভাপতি আলহাজ্ব তৈয়বুর রহমানের মতবিনিময়


বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ

 

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর সঙ্গে মতবিনিময় করেছেন ফতুল্লা থানাধীন ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিট পুলিশিংয়ের সভাপতি, ফতুল্লা থানা বিএনপির সহ-কোষাধ্যক্ষ এবং হৃদয় গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব তৈয়বুর রহমান।
 

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফতুল্লার লালখাঁ এলাকা থেকে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তিনি ফতুল্লা থানায় উপস্থিত হয়ে নবাগত ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
 

মতবিনিময়কালে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা জোরদার এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় উভয় পক্ষই শান্তিশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে একে অপরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
 

এ সময় উপস্থিত ছিলেন আবুল হোসেন, আমির হোসেন, ফারুক মাতবর, আহমেদ, কামাল, রবিন, কাদের, মাসুম, জুয়েল, বিল্লাল, ইমরান, রুহুলসহ শতাধিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫