রূপগঞ্জে ২০৮ বোতল বিদেশি মদসহ প্রাইভেটকার জব্দ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ অক্টোবর ২০২৫ ০৮:২০ অপরাহ্ণ   |   ১১৭ বার পঠিত
রূপগঞ্জে ২০৮ বোতল বিদেশি মদসহ প্রাইভেটকার জব্দ

জিহাদ হোসেন, নারায়ণগঞ্জ, ঢাকা প্রেস:-


 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে র‍্যাব। বুধবার রাতে উপজেলার ফজুরবাড়ি মোড়ে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
 

র‍্যাব-১ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ডেমরা–কালীগঞ্জ সড়কের ফজুরবাড়ি মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে। রাতের দিকে একটি প্রাইভেটকারের সন্দেহজনক গতিবিধি দেখে সেটি থামানোর চেষ্টা করলে চালকসহ দুজন ব্যক্তি গাড়ি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২০৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা
 

র‍্যাব উদ্ধারকৃত মদ ও জব্দকৃত প্রাইভেটকার বৃহস্পতিবার রাতে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
 

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় র‍্যাবের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।