হাই হিল জুতায় লুকানো ৫৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ জানুয়ারি ২০২৫ ০৭:৩৭ অপরাহ্ণ   |   ৩০৪ বার পঠিত
হাই হিল জুতায় লুকানো ৫৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক

ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-


 

লক্ষ্মীপুরে লেডিস হাই হিল জুতার ভেতর লুকিয়ে রাখা ৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাহমুদুল হাসান জিহাদ নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 

বুধবার (২৯ জানুয়ারি) ভোর রাতে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
 

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় ইয়াবাসহ এক ব্যক্তি অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে জিহাদকে আটক করা হয়।
 

তল্লাশির সময় তার কাছে থাকা লেডিস হাই হিল জুতার ভেতর থেকে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।