|
প্রিন্টের সময়কালঃ ২৯ ডিসেম্বর ২০২৫ ০২:১০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৫ ০১:৫০ অপরাহ্ণ

কুমিল্লায় ভাড়াটিয়া বাসায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ প্রায় ১৯ লাখ টাকার মালামাল লুট


কুমিল্লায় ভাড়াটিয়া বাসায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ প্রায় ১৯ লাখ টাকার মালামাল লুট


আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধি:

 

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন শাকতলা পশ্চিম পাড়া এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বর্ণালংকার, নগদ টাকা, ইলেকট্রনিক সামগ্রী ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ আনুমানিক ১৯ লাখ ৩০ হাজার টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চুরির ঘটনায় বাড়িওয়ালার সংশ্লিষ্টতার অভিযোগও তুলেছেন ভুক্তভোগী।
 

এ ঘটনায় ভুক্তভোগী ফাহিমা আক্তার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার মুটকির চর গ্রামের বাসিন্দা এবং বিএনপি নেতা ও মুরাদনগর সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মুঞ্জুর আলীর কন্যা। বর্তমানে তিনি শাকতলা পশ্চিম পাড়া জামে মসজিদের পেছনে একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন।
 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর ফাহিমা আক্তার ও তার পরিবার নিজ গ্রাম মুরাদনগরে বেড়াতে যান। প্রায় তিন সপ্তাহ পর ১৭ ডিসেম্বর রাত আনুমানিক ৮টার দিকে বাসায় ফিরে তারা ঘরের ভেতরে চুরির আলামত দেখতে পান। এ সময় বাসার পেছনের বারান্দার গ্রিল কাটা অবস্থায় পাওয়া যায়।
 

পরে ঘর তল্লাশি করে দেখা যায়, ড্রয়িং রুমের ওয়াল শোকেসে রাখা প্রায় ৭ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা), একটি মাটির ব্যাংকে রাখা নগদ টাকা, একটি স্যামসাং ডেস্কটপ কম্পিউটার, একটি ৩২ ইঞ্চি কালার টেলিভিশন, চারটি সিলিং ফ্যান, ডায়মন্ডের কানের দুল ও নাকফুলসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। এছাড়া ভুক্তভোগীর বাবা-মায়ের দুটি পাসপোর্ট, জমির দলিল, জাতীয় পরিচয়পত্র ও চেকবইও খোয়া গেছে।
 

ভুক্তভোগীর অভিযোগে আরও বলা হয়, তারা বাসায় না থাকার সময় বাড়ির মালিক স্বপন মিয়া তাদের অজান্তে পানির কল বন্ধ করে দেন। চুরির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। পারিপার্শ্বিক পরিস্থিতি ও স্থানীয় তথ্যের ভিত্তিতে ভুক্তভোগীর দাবি, বাড়িওয়ালা স্বপন মিয়া এবং নিচতলার ভাড়াটিয়ার ছেলে রাজু মিয়াসহ অজ্ঞাতনামা কয়েকজনের যোগসাজশে এ চুরি সংঘটিত হয়েছে।
 

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫