নেপালকে ৬ উইকেটে হারিয়ে শুভসূচনা নেদারল্যান্ডসদের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ জুন ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ণ   |   ৪৫১ বার পঠিত
নেপালকে ৬ উইকেটে হারিয়ে শুভসূচনা নেদারল্যান্ডসদের

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নেদারল্যান্ডস। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৬ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে ডাচরা। মঙ্গলবার (৪ জুন) টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি নেপাল। ডাচ বোলারদের তোপের মুখে ধুঁকতে থাকে নেপালের ব্যাটাররা। অধিনায়ক রোহিত ও টেলেন্ডারদের ব্যাটে ভর করে একশো পেরোয় নেপাল। 


১৯ ওভার ২ বলে ১০৬ রানে অলআউট হয় নেপাল। রোহিত করেন ৩৭ বলে ৩৫ রান। নেডারল্যান্ডসের পক্ষে টিম প্রিঙ্গেল ও লোগান ভ্যান বিক নেন ৩টি করে উইকেট। ১০৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাক্স ও'দাউদের ফিফটিতে ৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় ডাচরা। ম্যাক্স ও'দাউদ ৪৮ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। এছাড়া  বিক্রমজিত সিং করেন ২৮ বলে ২২ রান।