ঢাকা মেডিক্যালে ভর্তি আহতদের মধ্যে খাদ্য বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট
প্রিন্ট করুন
প্রকাশকালঃ
২৯ জুলাই ২০২৪ ০২:১০ অপরাহ্ণ
|
২৫৭ বার পঠিত
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি আহতদের মধ্যে খাদ্য বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহত অর্ধশতাধিক মানুষের মধ্যে এই খাদ্য বিতরণ করা হয়।
গতকাল রবিবার (২৮ জুলাই) দুপুরে ঢামেকে আহতদের দেখতে গিয়ে এই খাদ্য বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. এম ইউ কবীর চৌধুরী। এ সময় সোসাইটির মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এস এম হুমায়ুন কবিরসহ সোসাইটির স্বেচ্ছাসেবকরা এ সময় উপস্থিত ছিলেন।