|
প্রিন্টের সময়কালঃ ২৯ ডিসেম্বর ২০২৫ ০৫:৪০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৩ অপরাহ্ণ

খাগড়াছড়িতে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল পুনাক


খাগড়াছড়িতে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল পুনাক


 

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে খাগড়াছড়িতে শীতবস্ত্র বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন ড্রিলশেডে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক গরিব, অসহায়, দুঃস্থ ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন পুনাকের সভানেত্রী ফাতিমা মুস্তারিন চৌধুরী। এ সময় তিনি বলেন, পাহাড়ি এলাকায় প্রচণ্ড শীতে মানুষ নানা কষ্টে দিন পার করছে। পুনাকের পক্ষ থেকে দেওয়া এই সামান্য উপহার শীত মোকাবিলায় কিছুটা হলেও সহায়ক হবে। তিনি আরও বলেন, মানুষের মৌলিক অধিকার ভোগ করার অধিকার সবার রয়েছে এবং পুলিশ নারী কল্যাণ সমিতি সবসময় অসহায় মানুষের পাশে থাকতে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে পুনাকের সহ-সভানেত্রী সানজিদা বশির, কোষাধ্যক্ষ খিংমাসু রাখাইনসহ সংগঠনের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা পুনাকের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫