রাউজান-৬ এ গিয়াস উদ্দিন কাদেরের সঙ্গে সনাতনী সম্প্রদায়ের সভা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩১ জানুয়ারি ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ণ   |   ৩২ বার পঠিত
রাউজান-৬ এ গিয়াস উদ্দিন কাদেরের সঙ্গে সনাতনী সম্প্রদায়ের সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের রাউজান-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাউজানে তাঁর বাসভবনে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আলী সুমন এবং পবিত্র গীতা পাঠ করেন ডা. সুপন বিশ্বাস (শঙ্করেশ)।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির পদপ্রাপ্ত নেতা ও রাউজান-৬ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নরুল হুদা ও যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত, চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রোটারিয়ান জুয়েল চক্রবর্ত্তী, সাবেক পিপি অ্যাডভোকেট এনামুল হক, বিএনপির কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এম. এ. হামিদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য সুশীল বড়ুয়া এবং চট্টগ্রাম উত্তর জেলা সনাতনী সংগঠনের আহ্বায়ক লিটন মহাজন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত।

সভায় আরও উপস্থিত ছিলেন বাগীশিক রাউজান শাখার সভাপতি ও দক্ষিণ রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের উপকমিটির সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বিটু দে, সহ-সাধারণ সম্পাদক টিপু দে, টিটু চৌধুরী, জিকু দে, হিমাদ্রী পাল (ইমন), সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দীপক তালুকদার, সাধারণ সম্পাদক বিপ্লব দাশ, অর্থ সম্পাদক ভোমর দাশসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় রাউজানের বিভিন্ন মঠ ও মন্দির থেকে আগত সনাতনী সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। সভায় সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরা হয়। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।

সভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার প্রত্যাশা জানান।