ফয়েল পেপার আটকে একঘণ্টা বন্ধ মেট্রোরেল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩১ মার্চ ২০২৪ ১০:১৫ পূর্বাহ্ণ   |   ৪৪৩ বার পঠিত
ফয়েল পেপার আটকে একঘণ্টা বন্ধ মেট্রোরেল

২০২৪ সালের ৩১শে মার্চ সকালে ঝড়ো বাতাসের সময় একটি ফয়েল পেপার উড়ে এসে বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের মধ্যবর্তী অংশে ওভারহেড ক্যাটেনারিতে আটকে যায়। ফলে মেট্রোরেলের বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয় এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

 

মেট্রোরেল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফয়েল পেপারটি সরিয়ে ফেলে। তবে ততক্ষণে প্রায় এক ঘণ্টা সময় পার হয়ে যায়। এর ফলে মেট্রোরেলের যাত্রীদের মধ্যে তীব্র ভোগান্তি সৃষ্টি হয়। অনেক যাত্রী বিকল্প যানবাহনে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।