|
প্রিন্টের সময়কালঃ ২৮ ডিসেম্বর ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৫ ০৬:০২ অপরাহ্ণ

সোনাগাজীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মিছিল সমাবেশ


সোনাগাজীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মিছিল সমাবেশ


জহিরুল হক খাঁন, ফেনী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে স্বাগত জানিয়ে ফেনীর সোনাগাজীতে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র্যালী শেষে সমাবেশ করা হয়। 

মঙ্গলবার বিকালে পৌর শহরের সোনাগাজী সাবের ফাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালীটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্ত্বরে সমাবেশ করা হয়।

সোনাগাজী উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও ৬নং চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুউদ্দিন খোকন, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, জেলা যুবদল নেতা দাউদুল ইসলাম মিনার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৫নং চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন ও পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি প্রমূখ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫