রাজধানীর গুলশানে সুমন নামে এক যুবকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে সন্ত্রাসীরা।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ মার্চ ২০২৫ ১১:২০ অপরাহ্ণ   |   ৩৪৭ বার পঠিত
রাজধানীর গুলশানে সুমন নামে এক যুবকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে সন্ত্রাসীরা।

ঢাকা প্রেস নিউজ


বৃহস্পতিবার রাত ৯টার দিকে গুলশানে পুলিশ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। আহত সুমন মহাখালী টিভিগেট এলাকায় ইন্টারনেট সংযোগ অফিসে চাকরি করেন। তার বাড়ি রংপুরে।

 

পুলিশে সূত্রে জানা যায়, মুমূর্ষু অবস্থায় সুমনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান পথচারীরা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

 

ঢামেকে চিকিৎসকরা জানান, গুলিবিদ্ধ ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

 

ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গুলশানে গুলিতে একজন আহত হয়েছে। গুলশান থানার পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।