ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৬ ০৮:২৯ অপরাহ্ণ   |   ১১৪ বার পঠিত
ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম গ্রেপ্তার

বরিশাল ব্যুরো:


 

ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ঝালকাঠির বিকনা এলাকায় তার নিজ বসতবাড়ি থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে আটক করে।
 

গ্রেপ্তারকৃত আব্দুস সালাম ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ওরফে জিএস জাকিরের মেঝো ভাই। জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে তিনি নিজ এলাকায় গোপনে অবস্থান করছিলেন।
 

দীর্ঘদিন ধরে আব্দুস সালাম ঝালকাঠি কলেজ মোড় এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। তবে ৫ আগস্টের পর থেকে তিনি ব্যবসা প্রতিষ্ঠানে না গিয়ে অধিকাংশ সময় নিজ বাড়িতেই অবস্থান করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রাজনৈতিকভাবে তার ভাই জিএস জাকিরের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ক্ষোভ থাকলেও আব্দুস সালামের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো অভিযোগ ছিল না বলেও জানা যায়।
 

ঝালকাঠি ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিকেলে বিকনা এলাকার নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ।