শিবচরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ নভেম্বর ২০২৪ ০৭:৫৫ অপরাহ্ণ   |   ৪৬৪ বার পঠিত
শিবচরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

ঢাকা প্রেস,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-

 

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর-বাচামারা এলাকায় পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শাপলা আক্তার (৫) ও আব্দুর রহিম (৩), যারা সানোয়ার হোসেনের ছেলে ও মেয়ে।
 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চর-বাচামারা এলাকার করম আলী হাজীরকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে।
 

পরিবারের সূত্রে জানা গেছে, ওই দিন সকালে শিশু আব্দুর রহিম ও শাপলা আক্তার বাড়ির পাশে খেলা করছিল, এবং এ সময় পরিবারের সদস্যরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খেলার মাঝে শিশুটি অজ্ঞাতে পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পর, পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে সন্দেহজনকভাবে পুকুরের দিকে যান এবং সেখানে ভেসে থাকা অবস্থায় শিশুদের দেখতে পান। দ্রুত তারা স্থানীয় এলাকাবাসীর সহায়তায় শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 

শিবচর থানার ওসি মোক্তার হোসেন এ বিষয়ে বলেন, "আমরা খবর পেয়েছি যে, দুটি শিশু পানিতে ডুবে মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।"