বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে সাজেক এর দুর্গম এলাকা ভূয়াছড়িতে উন্নয়ন ও মানবিক সহায়তা 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ জানুয়ারি ২০২৬ ০১:৪৭ অপরাহ্ণ   |   ৪৬ বার পঠিত
বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে সাজেক এর দুর্গম এলাকা ভূয়াছড়িতে উন্নয়ন ও মানবিক সহায়তা 

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:

 




রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এর দুর্গম ভূয়াছড়ি এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুর্গম ভূয়াছড়ি এলাকার উন্নয়নে নৌ ঘাটে সিঁড়ি ও ক্লাবঘর নির্মাণ এর উদ্বোধন এবং এলাকার হতদরিদ্রকে নতুন ঘর উপহার তুলে দিয়েছেন বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুল ইসলাম। 

 


 

এসময় তিনি বলেন, দুর্গম এই এলাকার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে রয়েছে এবং আগামীতেও থাকবে। পাহাড়ে শান্তি, সম্প্রীতি, শৃঙ্খলা ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। আপনাদের এই এলাকার উন্নয়নে আপনাদের সন্তানদের পড়ালেখার জন্য শিক্ষা উপকরণ থেকে শুরু করে রাস্তাঘাট - মন্দির যা যা প্রয়োজন আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের এই এলাকার মানুষের জীবন মান উন্নয়নে সর্বাত্মক সহায়তা দিতে সবসময় পাশে আছি। 

 


 

শেষে জোন কমান্ডার উপস্থিত থেকে ভূয়াছড়ি চিল্লাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলাকার প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুলে পোশাক, ব্যাগ ও শিক্ষা উপকরণ এবং ক্লাবের জন্য ক্রীড়া সামগ্রী তুলে দেন একই সাথে এলাকার শীতার্ত শতাধিক পরিবারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

 


 

বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসনীয় উন্নয়নমূলক কার্যক্রম ও মানবিক সহায়তা পেয়ে ভুক্তভোগী পরিবার ও এলাকার মানুষ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। এবং এলাকার উন্নয়নে সেনাবাহিনী তাদের পাশে থাকবেন প্রত্যাশা করেছেন।

 


 

এসময় বাঘাইহাট জোনের উপ অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক সহ বাঘাইহাট জোনের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।