মামলা হলেই গ্রেপ্তার নয়, বললেন আইন উপদেষ্টা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৫ ০৬:২২ অপরাহ্ণ   |   ২৬৯ বার পঠিত
মামলা হলেই গ্রেপ্তার নয়, বললেন আইন উপদেষ্টা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সারাদেশে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা চলতে থাকা সত্যিই উদ্বেগজনক। তিনি স্পষ্টভাবে জানান, ‘‘মামলা করা নিয়ে আমরা কোনো বাধা সৃষ্টি করতে পারি না, তবে মামলার পর গ্রেপ্তার না করার বিষয়ে আইন-শৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’’ তাঁর মতে, ‘‘নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে দৃষ্টি দেওয়া হচ্ছে।’’
 

এ বিষয়ে তিনি সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর ওসমানী মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্তব্য করেন।
 

তিনি আরও বলেন, ‘‘যেখানে বস্তুনিষ্ঠতা নেই, সেখানে আইনগত প্রতিকার দেওয়ার জন্য আমরা যা যা করতে পারি, তা করে যাচ্ছি।’’
 

এছাড়া, বর্তমান সরকারের অধীনে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন উল্লেখ করে তিনি জানান, ‘‘উচ্চ আদালতের যে কোনো মামলা বা বিচারাধীন বিষয় নিয়ে আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপের সুযোগ নেই।’’ অতীতে যে সরকার ছিল, তা একটি ফ্যাসিস্ট সরকার ছিল, যা কোনো নিয়ম বা নীতি অনুসরণ করত না, এমনটি দাবি করে তিনি বলেন, ‘‘তারা একজন প্রধান বিচারপতিকে গলা ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছে, কিন্তু আমরা সেই সরকার নই। আমাদের উচ্চ আদালতে হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার নেই।’’